ফয়জুল কালাম ইসলামের একটি গুরুত্বপূর্ণ বিষয়ভিত্তিক হাদিস সংকলন, যা মুফতিয়ে আযম আল্লামা ফয়যুল্লাহ রহ. কর্তৃক রচিত। বইটি হাদিসের বিভিন্ন দিক ও বিষয় নিয়ে আলোচনা করে, যা মুসলিম জীবনে প্রয়োগযোগ্য এবং আদর্শ গঠন করতে সাহায্য করে।
এই কিতাবটি মূলত সিহা সিত্তার (অথবা হাদিসের ছয়টি গ্রন্থ) থেকে নির্বাচিত হাদিসগুলো নিয়ে গঠিত, যা ধর্মীয় বিভিন্ন দিক, নৈতিকতা, এবং সামাজিক আচরণ সংক্রান্ত বিষয়ে দিক নির্দেশনা প্রদান করে। লেখকের লক্ষ্য হলো, পাঠকদের মধ্যে ইসলামের মৌলিক শিক্ষার প্রতি আগ্রহ সৃষ্টি করা এবং হাদিসের ভিত্তিতে জীবনের বিভিন্ন ক্ষেত্রে সঠিক পথ প্রদর্শন করা।
বইটির গঠনও বেশ আকর্ষণীয়, যেখানে বিভিন্ন বিষয়কে পৃথক অধ্যায়ে উপস্থাপন করা হয়েছে, ফলে পাঠক সহজেই প্রয়োজনীয় তথ্য খুঁজে পেতে পারেন। এটি বিশেষ করে শিক্ষার্থীদের জন্য একটি অমূল্য সম্পদ, যারা ইসলামি জ্ঞান অর্জন করতে চান।
ফয়জুল কালাম পাঠকদের মধ্যে ইসলামী মূল্যবোধ এবং হাদিসের জ্ঞানের বিস্তার ঘটাতে সক্ষম। এর মাধ্যমে মুসলমানরা তাঁদের দৈনন্দিন জীবনে সঠিক সিদ্ধান্ত নিতে পারেন।
সম্মানিত পাঠক! আজকে আপনাদের সাথে হাদিসের এমন একটি কিতাব শেয়ার করতেছি, যা হাদিসের গ্রহনযোগ্য সিয়া সিত্তাহ কিতাব সমুহের সারনির্যাশ,
রাসুল সাঃ এর অগণিত হাদিসের মাঝে প্রয়োজনীয় ও বিষয় ভিত্তিক হাদিস খুজে পাওয়া আমাদের জন্য কষ্টসাধ্য,
তাই যুগে যুগে আমাদের আকাবিরগণ হাদিসের অনেক কিতাবাদী লিখে গেছেন, সেগুলো আরবী ভাষায় লিখিত এবং অনেক বড় ও একাধিক খন্ড বিশিষ্ট হওয়ার কারণে সবার পড়ার সময় সুযোগ হয়নি,
রাসুল সাঃ এর অগণিত হাদিসের মাঝে প্রয়োজনীয় ও বিষয় ভিত্তিক হাদিস খুজে পাওয়া আমাদের জন্য কষ্টসাধ্য,
তাই যুগে যুগে আমাদের আকাবিরগণ হাদিসের অনেক কিতাবাদী লিখে গেছেন, সেগুলো আরবী ভাষায় লিখিত এবং অনেক বড় ও একাধিক খন্ড বিশিষ্ট হওয়ার কারণে সবার পড়ার সময় সুযোগ হয়নি,
তেমনি একটি হাদিসের কিতাব হলো ফয়জুল কালাম, যা আল্লামা ফয়জুল্লাহ রহঃ লিখেছেন, হাদিসের বড় বড় কিতাব গুলো থেকে ছোট এবং জামে মানে হাদিস গুলো বিষয় ভিত্তিক ভাবে সাজানো গুছানো।
কিতাবটি মাদ্রাসা এবং জেনারেল উভয় লাইনের মানুষের জন্য প্রয়োজনীয়, বইটি সাইজে দেখতে ছোট, সমকালীন সময়ের বিশ্বের সমস্যা মোকাবিলা ও বুঝতে বইয়ে উল্লেখিত হাদিসসমূহ যথার্থ কার্যকরী,
যারা ওয়াজিনে কেরাম তাদের জন্য বেশি উপকারী,যে কোন সময় বক্তব্য দেওয়ার জন্য ওই বিষয়ের উপর হাদিস গুলো সহজেই মুতায়ালা করতে পারবেন,
ফয়জুল কালাম (আরবি-বাংলা)
লেখক : মুফতি ফয়জুল্লাহ রহ.প্রকাশনী : আল কাউসার
বিষয় : সুন্নাত ও শিষ্টাচার
ফয়জুল কালামের হাদিস গুলো বিভিন্ন কিতাব থেকে সংকলিত। ফয়জুল কালামের সংকলনের করার জন্য সিহা সিত্তাকে নির্বাচন করা হয়েছে।
নিচে কিছু সূচিপত্র দেখুন 🔻
এছাড়াও কওমি মাদ্রাসার সকল জামাতের কিতাব ডাউনলোড করতে দরসে নিজামীর কিতাব সমূহ ক্যাটাগরিতে দেখুন।
সেই সাথে কওমি মাদ্রাসার যে কোন জামাতের প্রয়োজন হলে আমাদের টেলিগ্রাম চ্যানেলে মেসেজ দিন ।
Post a Comment