About Us

কওমী কলম একটি ইসলামিক - টেকনলোজি বিষয়ক ওয়েবসাইট! নিউজ আপডেট, PDF বই, মাদ্রাসার কিতাব, Apps রিভিউ, উপন্যাস গল্প, অনলাইন আর্নিং, তথ্য - প্রযুক্তি,  ইতিহাস ঐতিহ্য, বেফাফ আপডেট সহ বিষয় ভিত্তিক লেখা প্রকাশ করা হয়।

এছাড়াও শিক্ষা বিষয়ক সকল আপডেট প্রকাশ করা হবে। যাতে করে শিক্ষার্থীরা পরিক্ষার প্রশ্ন পত্র, সাজেশন, রেজাল্ট এর সকল নিয়মনীতি সম্পর্কে জানতে পারে।

🔸বাংলা ভাষায় সাহিত্য চর্চা করার জন্য ইসলামিক উপন্যাস, গল্প, কবিতা বিভিন্ন মনিষীরদের জীবনী, বাণী, উক্তি প্রকাশ করা হবে। যাতে করে পাঠকরা সাহিত্য চর্চার পাশাপাশি তাদের নিজেদের লেখাও আমাদেরকর পাঠাতে পারেন।

🔹কওমী মাদ্রাসার শিক্ষাবোর্ড বেফাকুল মাদারিসিল আরাবিয়া বাংলাদেশ সকল আপডেট, নোটিশ, কওমী কলমে পাবলিশ করা হবে। যার দ্বারা বেফাকের আওতাধীন সকল মাদ্রাসা কর্তৃপক্ষ এবং শিক্ষার্থীরা সহজেই অবগত হতে পারবে।

🔸এটি ইসলামিক ওয়েবসাইট হওয়ায় সহজে অনুসন্ধানের জন্য কওমী মাদ্রাসার সিলেবাস ভিত্তিক সকল পাঠ্য বই প্রকাশ করা হয়ছে। এর জন্য কওমী দরসী কিতাব নামক আলাদা ক্যাটাগরি রাখা হয়ছে। 

🔹টেকনলোজি পোস্ট করার ক্ষেত্রে বৈধ পন্থায় যতটুকু শিখানো-জানানো যায় তাই শেয়ার করা হবে। যাতে পাঠকগন অনলাইনে নিজের নিরাপত্তা নিজেরাই দিতে পারে। কোন হ্যাকিং বা স্পামিং পোস্ট করা হবেনা। 

🔸বই প্রেমীদের জন্য পিডিএফ বই এর রিভিউ দেওয়া হবে। যে সমস্ত বই ফ্রিতে পাওয়া যায়না, সেগুলোর পিডিএফ ফ্রি শেয়ার করা হবে। পাঠকগন কমেন্টের মধ্যমেও বই এর আবেদন করতে পারবেন।

🔹যারা লেখালেখি করতে পছন্দ করেন। নিজের জ্ঞান শেয়ার করতে চান। তারা শর্ত সাপেক্ষে লেখক আবেদনের মধ্যমে আমাদের ওয়েবসাইটে নিজেদের লেখা প্রকাশ করতে পারবেন। 

আমাদের ওয়েবসাইটের উন্নতি হয় এমন কোন মতামত জানাতে আমাদের সাথে যোগাযোগ করুন। 


আমাদের লক্ষ্য উদ্দেশ্য। 

আমাদের লক্ষ্য হলো সামাজিক জীবনে ইসলামী সংস্কৃতি প্রচার করা এবং সমস্ত ধর্মীয় বিষয় শেয়ার করে পাঠকদের ধর্ম সম্পর্কে অবহিত করা! এবং ডিজিটাল যোগে অনলাইনে মানুষের নিরাপত্তা নিশ্চিত করা।

উদীয়মান লেখকদেরকে একটি প্লাটফর্ম তৈরী করে দেওয়া। যাতে তারা নিজেদের জ্ঞান শেয়ার করতে পারে। 

আমাদের ওয়েব ঠিকানা

🔹Qawmikolom.com

🔸Qawmikolom.Blogspot.com

Post a Comment