(হে আমার মেয়ে) এই ফেৎনার জামানায় মেয়েদের জন্য সেরা একটি বই

বই নাম. হে আমার মেয়ে 


লেখক : শাইখ আলী তানতাভী

প্রকাশনী : হুদহুদ প্রকাশন

বিষয় : ইসলামে নারী, দাওয়াহ, দ্বীনের পথে আহ্বান

বই সম্পর্কে কিছু কথা 

লেখক আলী আল তানতাবী মিশরের একজন প্রখ্যাত আলিম। তিনি আল-আজহার এর গ্র্যান্ড ইমাম ছিলেন। তিনি হৃদয় থেকে মেয়েদের আন্তরিক ভাবে উপদেশ দিয়েছেন তাদের সম্ভ্রম রক্ষা করার জন্য, বিয়ে ছাড়া ছেলেদের বিশ্বাস না করার জন্য, পর্দা করে চলার জন্য। কিন্তু এই সাধারণ কথা গুলো অনেক অসাধারণ ভাবে লিখেছেন উনি, যা হৃদয় স্পর্শ করে।

তাঁর এই বইটি সারা বিশ্বে সারা জাগিয়েছে,  অনেক ভাষায় ট্রান্সলেট করাও হয়েছে 

তাই সকল আপুদের কে রিকুয়েষ্ট করবো বইটি একবার হলেও পড়তে, যাতে এই ধোকার জামানায় কেও কোন ফাঁদদে পা না দেন।

বইটি কওমী কলমের পক্ষ থেকে ফ্রি ডাউনলোড করার সুযোগ রয়েছে  

আরো লেখা পড়ুন

বই এর কিছু পৃষ্টা পড়ুন 👇







About the author

Qawmi Kolom
কওমি কলম ইসলামিক এবং টেকনোলজি বিষয়ক লেখালেখি করতে পছন্দ করে। বেফাক আপডেট, রেজাল্ট পাবলিশ, পিডিএফ বই, অ্যাপস রিভিউ ও টেলিগ্রাম লাইভ সাপোর্ট ইত্যাদি বিষয়গুলো নিয়ে বর্তমানে কাজ করে যাচ্ছে।

১টি মন্তব্য

  1. Mehrab
    Onek shundor Books,
    ami eta porechi!