আল হাইআতুল উলয়া লিল জামিআতিল কওমিয়া বাংলাদেশ বাংলাদেশের কওমি মাদরাসা সমূহের সরকার স্বীকৃত ইসলামি শিক্ষা বোর্ড। এর আগের স্তরে কওমী মাদ্রাসা ৬টি বোর্ড এর সমন্বয়ে শিক্ষার্থীরা পরিক্ষা দিলেও সর্বশেষ হাইআতুল উলয়া পরিক্ষার মধ্যেমে মাস্টার্স, তাকমীল ফিল হাদিস সমাপ্ত করেন।
প্রতি বছরের ন্যায় এবছরেও হাইআতুল উলয়া পরীক্ষা সংক্রান্ত একটি নোটিশ হাইয়ার অফিসিয়াল ফেসবুক পেইজে প্রকাশ করা হয়ছে। সেখানে নতুন পরীক্ষার্রথীদের নিবন্ধন ফরম, নিবন্ধন ফি সহ আসন্ন পরীক্ষার তারিখও ঘোষণা করা হয়েছে।
দাওরায়ে হাদিস পরীক্ষা শুরু কবে?
১৪৪৬ হিজরী/২০২৫ সনের দাওরায়ে হাদীস পরীক্ষা শুরু হবে রোজ বুধবার, ১২/১৩ শা‘বান ১৪৪৬ হিজরী, ১২ ফেব্রুয়ারি ২০২৫ ঈসাব্দ এবং ১৪ ও ২১ ফেব্রুয়ারি, শুক্রবার পরীক্ষা বন্ধ থাকবে।
দাওরায়ে হাদিস পরীক্ষা শেষ কবে?
পরীক্ষা শেষ হবে রবিবার, ২৩/২৪ শা‘বান ১৪৪৬ হিজরী, ২৩ ফেব্রুয়ারি ২০২৫ ঈসাব্দ।
পরীক্ষার নিবন্ধন কবে থেকে শুরু?
১৪৪৬ হিজরী/২০২৫ সনের দাওরায়ে হাদীস পরীক্ষার নিবন্ধন শুরু হবে ২০ সফর ১৪৪৬ হিজরী, ২৫ আগষ্ট ২০২৪ ঈসাব্দ, রবিবার। ইনশাআল্লাহ, এবারও গতবারের মত অনলাইনে নিবন্ধন কার্যক্রম সম্পন্ন হবে।
পরীক্ষার নিবন্ধন কবে থেকে শুরু?
১৪৪৬ হিজরী/২০২৫ সনের দাওরায়ে হাদীস পরীক্ষার নিবন্ধন শুরু হবে ২০ সফর ১৪৪৬ হিজরী, ২৫ আগষ্ট ২০২৪ ঈসাব্দ, রবিবার। ইনশাআল্লাহ, এবারও গতবারের মত অনলাইনে নিবন্ধন কার্যক্রম সম্পন্ন হবে।
পরীক্ষার নিবন্ধনের শেষ তারিখ কবে?
নিবন্ধন কার্যক্রম ২০ সফর ১৪৪৬ হিজরী থেকে শুরু হয়ে ২৯ রবীউল আউওয়াল ১৪৪৬ হিজরী পর্যন্ত চলবে। সাধারণ সময় : ২০ সফর থেকে ১৯ রবীউল আউওয়াল। বর্ধিত সময় : ২০ রবীউল আউওয়াল থেকে ২৯ রবীউল আউওয়াল।দাওরায়ে হাদিস পরীক্ষার নিবন্ধন ফি কত?
নিবন্ধন ফি নিয়মিত ৬০০/- (ছয়শত) টাকা (+ অনলাইন চার্জ ১%), অনিয়মিত ৭০০/-(সাতশত) টাকা (+ অনলাইন চার্জ ১%) এবং বিলম্বের ক্ষেত্রে নিয়মিত ৭০০/- (সাতশত) টাকা (+ অনলাইন চার্জ ১%) এবং অনিয়মিত ৮০০/- (আটশত) টাকা (+ অনলাইন চার্জ ১%)।
দাওরায়ে হাদিস পরীক্ষার নিবন্ধন ফরম ডাউনলোড।
নিবন্ধনের জন্য আবেদনকারী সকল ছাত্র-ছাত্রী নিচের লিংকে দেওয়া ‘ব্যক্তিগত ফরম’টি প্রথমে যথাযথভাবে পূরণ করবে, এরপর তা মাদরাসা কর্তৃপক্ষের নিকট জমা দিবে। ফরমে মুহতামিম বা নাজিমে তা‘লীমাতের স্বাক্ষর ও সিল প্রদানের পর মাদরাসার পক্ষ হতে যিনি অনলাইনে নিবন্ধনের কাজ আঞ্জাম দিবেন, তিনি উক্ত ফরম দেখে সতর্কতার সঙ্গে সকল ছাত্র/ছাত্রীর নিবন্ধন কার্যক্রম সম্পন্ন করবেন।
নোটঃ স্পষ্ট ভাবে দেখার জন্য ছবিতে ক্লিক করুন, অথবা নিচ থেকে পিডিএফ ফাইল ডাউনলোড করুন
আদেশক্রমে চেয়ারম্যান মহোদয়।
মু: অছিউর রহমান, অফিস ব্যবস্থাপক,
আল-হাইআতুল উলয়া লিল-জামি‘আতিল কওমিয়া বাংলাদেশ। 🇧🇩
আল-হাইআতুল উলয়া লিল-জামি‘আতিল কওমিয়া বাংলাদেশ। 🇧🇩
Post a Comment