দাওরায়ে হাদীস (তাকমীল) পরীক্ষার ফলাফল নজরে সানীর আবেদন যেভাবে করতে হবে।

হাইআতুল উলয়া পরীক্ষার খাতা নজরে সানীর আবেদন অনলাইনে কিভাবে করতে হবে সে বিষয় আজ বিস্তারিত আলোচনা করবো।  

দাওরায়ে হাদিস পরীক্ষার ফলাফল কওমী মাদ্রাসার শিক্ষার্থীদের জন্য খুবই গুরুত্বপূর্ণ। শিক্ষা জীবনের সবচেয়ে বড় একটা অর্জনের পাশাপাশি জীবনের একটা রেকর্ডও বটে। 
খেদমতের জীবনে পা রাখলে বর্তমান সময়ে ভালো রেজাল্টও খেদমতের বিষয়াদি অনেকটায় সহজ করে দেয়। তাছাড়া পরীক্ষায় সব পরীক্ষার্থীই তার সর্বোচ্চ চেষ্টা ব্যায় করে ভালো ফলাফল করার জন্য। একারনেই প্রত্যেকেই পরিক্ষা দেওয়ার পর নিজের ফলাফল কেমন হবে সে বিষয়ে একটা অনুমান করতে পারে। 🙂

পরীক্ষার পর মাদ্রাসা ছুটি হওয়া শিক্ষাবর্ষ শেষ হওয়াতে মুমতাহীনগনও প্রচুর ব্যাস্ততার মধ্যেই খাতা দেখে থাকেন, তাই অনেক সময় অনিচ্ছায় অনেক কিছু কম বেশী হয়ে যায়।
তাই যদি কারো পরিক্ষায় কাঙ্ক্ষিত  ফলাফল না আসে তাহলে নজরে সানীর আবেদন করার সুযোগ রেখেছেন হাইয়া কর্তৃপক্ষ।  
গত ২৮ রমাযান ১৪৪৫ হিজরী, ৮ এপ্রিল ২০২৪ ঈসাব্দ সোমবার দুপুর ১২টার পর দাওরায়ে হাদীস (তাকমীল) এর ফলাফল প্রকাশিত হয়। 
ফলাফল দেখার পর যদি কারো ফলাফলে কোন অসঙ্গতি পরিলক্ষিত হয় তাহলে পরীক্ষার্থীগণ ফলাফল নজরে সানীর আবেদন করতে পারবেন।   

এক্ষেত্রে শর্ত হলোঃ
★ সর্বোচ্চ ৩ বিষয়ের নজরে সানীর আবেদন করা যাবে। প্রতি বিষয়ের আবেদন ফি ৫০০/- টাকা। নগদ বা আইপে সেফ -এর মাধ্যমে ফি প্রদান করুন। 
স্ব স্ব বোর্ডের নিকট ফি সহ নজরে সানীর আবেদন জমা দেয়া যাবে। 
★ কেউ চাইলে সরাসরি আল-হাইআতুল উলয়ার অফিসেও ফিসহ নজরে সানীর আবেদন জমা দিতে পারবেন। 
আল-হাইআতুল উলয়ার অফিসে আবেদন জমা দেয়ার সময় (ঈদের ছুটি শেষে অফিস খোলার তারিখ ১০ শাউওয়াল/২০ এপ্রিল থেকে) সকাল ১০টা থেকে বিকাল ৪টা (শুক্রবার ও সরকারি ছুটির দিন ব্যতীত)। বৃহস্পতিবার আবেদন জমা দেয়ার সময় সকাল ১০টা থেকে দুপুর ১টা। 
ই-মেইলের মাধ্যমে আবেদন গ্রহণ করা হবে না।
১৭ শাউওয়াল ১৪৪৫/২৭ এপ্রিল ২০২৪ তারিখ দুপুর ১২টা পর্যন্ত এ আবেদন করা যাবে। এরপর কোন আবেদন গ্রহণ করা হবে না।

অনলাইনে নজরে সানীর আবেদন করার নিয়ম।

অনলাইন নজরে সানীর আবেদন করতে হলে আপনাকে কয়েকটি স্টেপ ফলো করতে হবে।
অনলাইনে আবেদনের জন্য প্রথমে নিচের লিংকে প্রবেশ করুন।
তাপর আপনার রোল নাম্বার দিন, এবং ভেরিফাই এর জন্য I'm not Robot বক্সে ঠিক মার্ক দিন,  তারপর অনুসন্ধান করুন বাটনে ক্লিক করুন।
তারপরে নিচের মতো একটা পেইজ আসবে।  

এখন আপনি যে সাবজেক্ট গুলো নজরে সানী করাতে চান সেগুলো মার্ক করুন। (সর্বোচ্চ তিনটি সিলেক্ট করতে পারবেন) এবং নিচের বক্সে আপনার ফোন নাম্বার দিন। সঠিক ফোন নাম্বার দিবেন, নজরে সানীর সব আপডেট এই নাম্বারেই মেসেজ করা হবে। তারপর পেমেন্টের জন্য এগিয়ে জান বাটনে ক্লিক করুন।

এবার নিচের মতো একটা পেইজ আসবে।  
এখানে আপনার পেমেন্ট মেথড সিলেক্ট করুন।  দুই ভাবে পেমেন্ট দিতে পারবেন। 
(১) নগদ মোবাইল ব্যাংকিং,
(২) আর ইসলামী ব্যাংক এর মধ্যমে। 
আমি নগদ সিলেক্ট করলাম তাপরে পেমেন্ট করুন বাটনে ক্লিক করার পরে এরকম পেইজ আসবে। 
আপনার নগদ নাম্বার দিন। এবং এগিয়ে যান বাটনে ক্লিক করুন, এরপর আপনার সিমে নগদ থেকে এরকম মেসেজ আসবে এখান থেকে ৬ সংখ্যার কোডটি নিচের বক্সে বসাতে হবে। (Example: 989315)

এরপর আপনার নগদ পিন দিন। নিচের ছবির মতো আসবে। পিন দেওয়ার পর এগিয়ে যান বাটনে ক্লিক করুন।
পিন দেওয়ার পর একাউন্ট থেকে টাকা কেটে নিয়ে আপনার নজরে সানীর আবেদন ফরম জমা হবে। এবং আপনার দেওয়া ফোন নাম্বরে সকল আপডেট জানানো হবে৷। 
এই ছিলো আজকের বিস্তারিত বিবরণ সহ কিভাবে নজরে সানীর আবেদন করতে হয় তার প্রসেস। 🙂
কোন কিছু বুঝতে সমস্যা হলে আমাদের টেলিগ্রাম চ্যানেলে মেসেজ দিন। ভালো থাকুন সুস্থ থাকুন আল্লাহ হাফেজ। 🍂

Post a Comment

Previous Post Next Post